ভারতীয় বক্সারদের সোনালী দৌড় অব্যাহত। চলতি বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশীপে তৃতীয় সোনা জয় ভারতের। ইতিহাস গড়ে সোনা জিতলেন নিখাত জারিন। মেরি কমের পর দ্বিতীয় ভারতীয় বক্সার হিসেবে একের বেশিবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার কীর্তি অর্জন করলেন নিখাত।
ইন্দিরা গান্ধী স্পোর্টস কমপ্লেক্সে ৫০ কেজি বিভাগে এদিন দু'বারের এশিয়ান চ্যাম্পিয়ন ভিয়েতনামের এনগুয়েন থি টামকে হারালেন নিখাত। ২০২২ বিশ্বচ্যাম্পিয়নশীপে সোনা জিতেছিলেন নিখাত জারিন। তারপর থেকেই তাঁর জয়ের ধারা অব্যাহত। বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে দেশকে সোনা এনে দেওয়ার পর এবার ফের বিশ্বচ্যাম্পিয়নশীপে দেশকে পদক এনে দিলেন তিনি।
মেরি কমের পর দ্বিতীয় ভারতীয় বক্সার হিসেবে একের বেশিবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়লেন নিখাত। মেরিকম বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশীপে জিতেছেন ৬ টি সোনা। শেষবার ২০১৮ সালে মেরির হাত ধরে সোনা আসে। তার আগে ২০০২, ২০০৫, ২০০৬, ২০০৮ এবং ২০১০ সালে সোনা জিতেছিলেন তিনি। সরিতা দেবী,সরিতা দেবী, জেনি আরএল, লেখা কেসি ২০০৬ সালে সোনা জিতেছিলেন। গতবছর ভারতকে দীর্ঘ প্রতিক্ষার পর সোনা এনে দিয়েছিলেন নিখাত জারিন। এবার আবারও জারিনের হাত ধরে এলো সোনা।
চলতি বিশ্বচ্যাম্পিয়নশীপে এই নিয়ে তৃতীয় সোনা এলো ভারতে। শনিবার ষষ্ঠ বক্সার হিসেবে সোনা জেতেন হরিয়ানার নীতু ঘাঙ্ঘাস। ৪৮ কেজি (মিনিমাম ওয়েট) বিভাগের ফাইনালে মঙ্গোলিয়ার লুতসাইখান আলতানসেতসেগকে কার্যত উড়িয়ে দেন তিনি। নীতুর সোনা জয়ের কয়েক ঘন্টা বাদেই ফের সোনা আসে ভারতে। চীনের ওয়াঙ লিনাকে হারিয়ে ৮১ কেজি বিভাগে সোনা জেতেন সুইটি বোরা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন