ওরেগনে আয়োজিত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২২-এ জ্যাভলিন থ্রো-র ফাইনালে উঠলেন ভারতের পদকপ্রত্যাশী অ্যাথলিট নীরজ চোপড়া।
অলিম্পিক চ্যাম্পিয়ন নীরজ চোপড়া, ওরেগনের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২২-এ ভারতের সবচেয়ে বড় পদক প্রত্যাশী। শুক্রবার ৮৮.৩৯ মিটারের বিশাল থ্রোতে পুরুষদের জ্যাভলিন ফাইনালে যোগ্যতা অর্জন করতে তিনি মাত্র ১০ সেকেন্ড সময় নেন৷
চোপড়া তার প্রথম প্রচেষ্টায় সহজেই ৮৩.৫০ মিটার চিহ্ন (কিউ-মার্ক) পার করে ফাইনালে উঠেছিলেন।
অলিম্পিক রৌপ্যপদক জয়ী চেক প্রজাতন্ত্রের জাকুব ভাদলেজচও তার প্রথম প্রচেষ্টায় ৮৫.২৩ মিটার থ্রো করে তালিকায় জায়গা করে নিয়েছেন।
গত মাসে নীরজ চোপড়া স্টকহোমের ডায়মন্ড লিগে রৌপ্য পদকের পথে ৯০ মিটারের থেকে মাত্র ৬ সেমি কম দূরত্বে পৌঁছে গেছিলেন। জ্যাভলিন ছোঁড়ায় ৮৯.৯৪ মিটারের একটি নতুন জাতীয় রেকর্ড তৈরি করেছিলেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন