আশা জাগিয়েও পদক জিততে পারলেন না ভারতের দুই জ্যাভলিন থ্রোয়ার। কেনিয়ার নাইরোবিতে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিক্স অনুর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশীপ থেকে খালি হাতে ফিরতে হচ্ছে দুই জ্যাভলিন থ্রোয়ার কুওয়ার অজয় রাজ সিং রানা ও জয় কুমারকে। লড়াই করেও পদক জেতা হয়নি ভারতের দুই যুব তারকার। পঞ্চম স্থানে শেষ করেন অজয় রানা এবং ষষ্ঠ স্থানে শেষ করেন জয় কুমার।
২০১৬ সালে অনুর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশীপেই সোনা জিতে পথ চলা শুরু করেছিলেন নীরজ চোপড়া। টোকিও অলিম্পিকে জ্যাভলিন থ্রোতে দেশকে সোনা এনে দিয়েছেন তিনি। এছাড়াও প্যারালিম্পিক্সে জ্যাভলিন থ্রোতে দেশকে তৃতীয় সোনা এনে দেওয়ার জন্য নীরবে লড়াই করে চলেছেন দেবেন্দ্র ঝাঝারিয়া। এসবের মাঝেই নাইরোবিতে অনুষ্ঠিত অনুর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশীপের জ্যাভলিন থ্রোতেও দেশ পদক জয়ের স্বপ্ন দেখেছিলো। তবে পদকের কাছে এসেও খালি হাতে ফিরতে হয়েছে ভারতীয় থ্রোয়ারদের।
অজয় রানা এদিন ট্র্যাক এন্ড ফিল্ডের এই ইভেন্টে নিজের চতুর্থ থ্রোতে ৭৩.৬৮ মিটার জ্যাভলিন ছোঁড়েন। তিনি ব্যক্তিগত রেকর্ড ৭৪.৭৫ মিটার জ্যাভলিন ছুঁড়লেই নিশ্চিত করতেন পদক। কিন্তু শেষ প্রয়াসেও ৭৩.৬৮ মিটার ছাপিয়ে যেতে পারেননি। সবমিলিয়ে পঞ্চম স্থানে থেকে শেষ করলেন রানা। অন্যদিকে ৭০.৭৪ মিটার ছুঁড়ে ষষ্ঠ স্থানে শেষ করেন জয় কুমার।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন