ব্রাজিলের বিজয়রথ অব্যাহত। প্যারাগুয়েকে তাদের নিজেদের ঘরের মাঠে ২-০ গোলে হারিয়ে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ছ'ম্যাচের ছ'টিতেই জয় পেলো ব্রাজিল। কোপা আমেরিকার আগে ব্রাজিলের এই জয় অনেক আত্মবিশ্বাস জোগাবে তিতেদের। এই ম্যাচে ব্রাজিলের হয়ে একটি করে গোল করেন যথাক্রমে নেইমার এবং পাকুয়েতা।
নেইমার-রবার্টো ফিরমিনোকে আক্রমণভাগে রেখে ৪-২-২-২ ফর্মেশনে দল সাজায় তিতে। খেলা শুরুর সাথে সাথেই এগিয়ে যায় ব্রাজিল। ম্যাচের ৪ মিনিটেই গ্যাব্রিয়েল জেসুসের বাড়ানো পাসে দলকে এগিয়ে দেন নেইমার। প্রথমার্ধে প্যারাগুয়ের বিপক্ষে এই লীডই বজায় রাখে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
দ্বিতীয়ার্ধের নির্ধারিত সময়ে আর কোনো গোল আসেনি। যোগ করা ইনজুরি সময়ের ৯০+৩ মিনিটে নেইমারের পাস থেকে প্যারাগুয়ের জালে দ্বিতীয়বার বল জড়ান লুকাস পাকুয়েতা।
বাছাইপর্বের সবকটি ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে ব্রাজিল। নেইমারদের ৬ ম্যাচে পয়েন্ট ১৮। দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। তৃতীয় স্থানে ইকুয়েডর এবং চতুর্থ স্থানে উরুগুয়ে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন