এগিয়ে থেকেও আফগানিস্তানের কাছে আটকে গেলো ভারত। দোহায় বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ভারত ও আফগানিস্তানের ম্যাচ শেষ হয়েছে ১-১ গোলে ড্রয়ের মাধ্যমে। তবে জয় না এলেও সুনীল ছেত্রীরা লক্ষ্যে পৌঁছে গেলেন। এই এক পয়েন্টের দৌলতে গ্রুপ টেবিলের তৃতীয় স্থানে থেকে চীনে অনুষ্ঠিত ২০২৩ এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডের টিকিট পেলো ইগোর স্টিম্যাকের ব্লু ব্রিগেড।
ইউরো কাপ এবং কোপা আমেরিকার ঢাকে কাঠি পড়েছে। সমগ্র ফুটবল বিশ্বের চোখ এখন এই দুই হেভিওয়েট টুর্নামেন্টের ওপর। ভারতও তার ব্যতিক্রম নয়। তবে এর মাঝেই ভারতের জাতীয় দল গুরুত্বপূর্ণ ম্যাচে জাসিম বিন হামাদ স্টেডিয়ামে আফগানদের মুখোমুখি হয়।
বিশ্বকাপের যোগ্যতা অর্জনের স্বপ্ন আগেই ভঙ্গ হয়েছে সুনীল ছেত্রীদের। লড়াই ছিলো এশিয়ান কাপে যোগ্যতা অর্জনের। আজ ম্যাচে ড্র করলেই সেই লক্ষ্য পূরণ হতো ভারতের। অন্যদিকে আফগানিস্তানের প্রয়োজন ছিলো জয়ের।
গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৭৫ মিনিটে আফগানিস্তানই ভারতকে এগিয়ে দেয়। আত্মঘাতী গোল করে বসেন ওভাস আজিজি। তবে এই লীডের সুবিধা ভারত বেশিক্ষণ পায়নি। ৮২ মিনিটেই নূর হুসেনের পাস থেকে হোসেইন জামানি আফগানিস্তানকে সমতা এনে দেন। সুনীলরা এই ম্যাচে গোল করতে পারেনি। তবে সমতা ফিরে পাওয়ার পর আফগানরাও আর দ্বিতীয় গোলটি করতে পারেনি। তাই এক পয়েন্ট নিয়েই গ্রুপ টেবিলের তিন নম্বর স্থানে শেষ করেছে ভারত। আর সেই সুবাদেই এশিয়ান কাপের টিকিটও পেলো ইগোর স্টিম্যাকেরা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন