বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। আগামী কাল ভারতীয় সময় ভোর ৫ টা ৩০ মিনিটে মারকানা স্টেডিয়ামে মুখোমুখি হবে লাতিন আমেরিকার এই দুই শক্তি। দুই দলই বাছাই পর্বের পঞ্চম ম্যাচে মাঠে নামতে চলেছে।
দুই দলের ১৩ বারের সাক্ষাতে ব্রাজিল জিতেছে ৯ বার। ইকুয়েডর কেবলমাত্র ২ বারই জয়ের স্বাদ পেয়েছে এবং দুটি ম্যাচ শেষ হয়েছে ড্রয়ের মাধ্যমে। শেষবার দুই দল মুখোমুখি হয়েছিলো ২০১৭ সালের ১ লা সেপ্টেম্বর। ২০১৮ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের এই ম্যাচে ব্রাজিল জয় নিশ্চিত করেছিলো ২-০ গোলে।
২০২০ সালে ব্রাজিল চারটি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলে। যেখানে উরুগুয়ে, ভেনিজুয়েলা, পেরু এবং বলিভিয়া মিলে ব্রাজিলের জালে কেবল দু'বার বল জড়ায়। এই চার ম্যাচে ব্রাজিল গোল করে বারোটি। চারটিতেই জয়ের সৌজন্যে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে তারা।
অন্যদিকে ইকুয়েডর রয়েছে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। গতবছর বিশ্বকাপের চারটি ম্যাচের মধ্যে আর্জেন্টিনার কাছেই ১-০ গোলে হারে। বাকি তিন ম্যাচে বড় ব্যবধানে জয় পায় ইকুয়েডর। কলম্বিয়াকে তারা হাফ ডোজন গোল খাওয়ায়, উরুগুয়ের বিরুদ্ধে করে ৪ গোল এবং বলিভিয়াকে ৩ গোল খাওয়ায়। এবছর একটি মাত্র প্রীতি ম্যাচই খেলেছে ইকুয়েডর। যেখানে তারা বলিভিয়াকে ২-১ গোলে হারিয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন