ঠিক হলো দিনক্ষণ। আগামী ৪ জুলাই মোহনবাগান ক্লাবে আসছে ২০২২ সালে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ।
মাস তিনেক আগে প্রথম বার জানা যায়, জুনে কলকাতায় আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার। তবে জুনের বদলে তিনি আসছেন জুলাইয়ে। কিছুদিন আগে মার্টিনেজের তরফে সবুজ সঙ্কেত পাওয়া যায়।
মোহনবাগান ক্লাবে যাওয়া ছাড়াও একটি প্রদর্শনী ম্যাচে উপস্থিত থাকবেন তিনি। এছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও দেখা করবেন মার্টিনেজ। মোহনবাগান মাঠে বল পায়েও নামবেন তিনি।
এছাড়া বাগান কর্তারা তাঁকে নিয়ে অনেক কিছু পরিকল্পনা নিয়েছেন বলে জানা গেছে। পরিকল্পনাগুলো খুব তাড়াতাড়ি জানা যাবে। এর আগে পেলে মোহনবাগানের বিরুদ্ধে খেলে যান। মারাদোনা, ভলদেরামার মতো বিশ্বকাপার আসেন গঙ্গাপাড়ের ক্লাবে।
অ্যাস্টন ভিলার হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলছেন মার্টিনেজ। ২০২২ বিশ্বকাপে সেরা গোলরক্ষকের তকমা তাঁর হাতে তুলে দেওয়া হয়। ২০২১ কোপা আমেরিকাতেও তিনি একই সম্মান অর্জন করেছিলেন। মার্টিনেজ-ভক্তদের জন্য আর কী কী বিশেষ ব্যবস্থা থাকবে তা আরও দিন গেলে জানা যাবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন