World Football: বিশ্বের বিভিন্ন ফুটবল লীগ - এক নজরে রবিবার

ম্যান সিটিকে হারিয়ে প্রিমিয়ার লীগের মরশুম শুরু করেছিলো টটেনহ্যাম হটস্পার। রবিবার উলভারহ্যাম্পটনকে তাদের ঘরের মাঠে হারিয়ে সেই জয়ের ধারা অব্যাহত রাখলো স্পার্সরা।
টটেনহ্যাম হটস্পার বনাম উলভারহ্যাম্পটন
টটেনহ্যাম হটস্পার বনাম উলভারহ্যাম্পটনছবি টটেনহ্যাম হটস্পার ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

ম্যান সিটিকে হারিয়ে প্রিমিয়ার লীগের মরশুম শুরু করেছিলো টটেনহ্যাম হটস্পার। রবিবার উলভারহ্যাম্পটনকে তাদের ঘরের মাঠে হারিয়ে সেই জয়ের ধারা অব্যাহত রাখলো স্পার্সরা। অন্যদিকে লীডস ইউনাইটেডকে ৫-১ গোলে হারিয়ে মরশুম শুরু করা ম্যান ইউনাইটেড দ্বিতীয় ম্যাচে সাউদাম্পটনের বিরুদ্ধে পয়েন্ট ভাগাভাগি করে নিলো।

উলভারহ্যাম্পটনকে ১-০ গোলে হারিয়ে জয় তুলে নিয়েছে টটেনহ্যাম। স্পার্সদের হয়ে এই ম্যাচে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন ইংলিশ মিডফিল্ডার ডেলে আলি। অন্যদিকে ফ্রেডের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার পর ম্যাসন গ্রিনউডের গোলে সমতা ফিরে পায় রেড ডেভিলরা।

অন্যদিকে ফরাসী লীগে এদিন গুরুত্বপূর্ণ ম্যাচে অলিম্পিক লিঁও ক্লারমুন্ট ফুটের বিরুদ্ধে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে। হাইস্কোরিং ম্যাচের ফলাফল ৩-৩। প্রথমার্ধে মৌসা দেম্বেলের জোড়া গোল এবং লুকাস পাকুয়েতার একটি গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকেও তিন পয়েন্ট অর্জন করতে পারেনি লিঁও। ১২ মিনিটে সিনলের আত্মঘাতী গোলে একটি গোল পরিশোধ করে ক্লেরমন্ট। দ্বিতীয়ার্ধের ৮০ মিনিটে ও নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে জোড়া গোল করে অলিম্পিক লিঁওকে হতাশা এনে দেন এলবাসন রাশানি।

এছাড়াও রবিবার লীগ ওয়ানে বর্ডেক্স ও অ্যান্জার্সের ম্যাচ শেষ হয়েছে ১-১ ব্যবধানে। রেইমস ও মেইৎজের ম্যাচের ফলাফলও একই। স্টার্সবার্গ ও ট্রায়োজের ম্যাচও শেষ হয়েছে ১-১ ব্যবধানে। মন্টপিলার লরিয়েন্টের বিরুদ্ধে ৩-১ ব্যবধানে বড় জয় পেয়েছে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in