ভিনেশ ফোগাটের পর বেলগ্রেডে অনুষ্ঠিত বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশীপে দেশের হয়ে ব্রোঞ্জ জিতেছেন বজরং পুনিয়া। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে পোর্তো রিকোর প্রতিদ্বন্দ্বী সেবাস্তিয়ান রিভেরাকে ১১-৯ ফলে হারিয়ে ব্রোঞ্জ জিতলেন বজরং। এই নিয়ে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশীপে চতুর্থ পদক জিতলেন তিনি।
টোকিও অলিম্পিক্সে দেশের হয়ে ব্রোঞ্জ জিতেছেন বজরং। এবার কুস্তিগীরের মুকুটে লাগলো আরও একটি পালক। ২০১৩ সালে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশীপে নিজের প্রথম পদক জিতেছিলেন বজরং। সেবার ব্রোঞ্জ জয়ের পর ২০১৮ সালে জেতেন রূপো। ২০১৯ সালে ফের জেতেন ব্রোঞ্জ। এবার ২০২২-এও পদক এনে দিলেন তিনি।
ম্যাচে মাত্র ৩৫ সেকেন্ডেই ০-৬ ফলে পিছিয়ে পড়েছিলেন বজরং পুনিয়া। মনে হচ্ছিল ম্যাচ হয়তো টেকনিক্যাল সুপিরিয়রিটিতে হেরে যেতে পারেন। তবে সেখান থেকে তিনি যেভাবে প্রত্যাবর্তন করলেন তা এক কথায় অনবদ্য। প্রথম পিরিয়ড শেষে রিভেরা এগিয়ে ছিলেন ৯-৬ পয়েন্টে। এরপর বজরং কোনো ভুল করেননি। শেষ পর্যন্ত ১১-৯ ফলে পদক নিশ্চিত করেন তিনি।
প্রি-কোয়ার্টার ফাইনালে খেলতে গিয়ে গুরুতর জখম হয়েছিলেন বজরং। চোট পেয়েছিলেন মাথায়। এরপর সেমিফাইনালে আমেরিকার জন ডিয়াকোমিহালিসের কাছে পরাস্ত হতে হয় তাঁকে। তবে রবিবার দুর্দান্ত প্রত্যাবর্তন করেন টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী ভারতীয় কুস্তিগীর। মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থাতেও লড়াই ছাড়েননি তিনি। বেলগ্রেডে থেকে পদক জিতেই দেশে ফিরছেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন