WPL 2023: টেনিসের অভিজ্ঞতা এবার ক্রিকেটে, RCB-র মেন্টর হলেন সানিয়া মির্জা!

আরসিবির মেন্টর হওয়ার সংবাদ পেয়ে বেশ কিছুটা অবাকই হয়েছিলেন সানিয়া। তিনি বলেন, একটু অবাক হয়েছিলাম, তবে আমি সত্যিই আনন্দিত।
সানিয়া মির্জা
সানিয়া মির্জাছবি - রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ট্যুইটার হ্যান্ডেল
Published on

কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যাম খেলে ফেলেছেন সানিয়া মির্জা। এবার যুক্ত হলেন ক্রিকেটের সঙ্গে। আসন্ন উইমেন্স প্রিমিয়ার লীগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সাপোর্ট স্টাফের ভূমিকা নিতে চলেছেন ভারতের টেনিস সুন্দরী। স্মৃতি মন্ধনা-রিচা ঘোষদের মেন্টর হিসেবে কাজ করতে দেখা যাবে সানিয়াকে।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পক্ষ থেকে টুইটে বলা হয়, "ভারতে মহিলাদের ক্রীড়াক্ষেত্রের পথিকৃৎ, যুবকদের আইকন, মাঠে এবং মাঠের বাইরের একজন চ্যাম্পিয়ন। আমাদের সঙ্গে যুক্ত হয়ে মহিলা দলের নতুন মেন্টর সানিয়া মির্জাকে স্বাগত জানান।"

একটি ভিডিও বার্তায় সানিয়া মির্জার কৃতিত্বের কথাও তুলে ধরে আরসিবি। সানিয়া অর্জুন পুরস্কার (২০০৪) ও খেলরত্ন (২০১৫) ছাড়াও পদ্মশ্রী (২০০৬) ও পদ্মভূষণ (২০১৬) সম্মানে ভূষিত হয়েছেন। জিতেছেন ৬ টি গ্র্যান্ডস্ল্যাম টাইটেল। মহিলা দলকে গাইড করার জন্য সানিয়ার থেকে ভালো বিকল্প হতে পারে বলে মনে করছে না আরসিবি কর্তৃপক্ষ।

আরসিবির মেন্টর হওয়ার সংবাদ পেয়ে বেশ কিছুটা অবাকই হয়েছিলেন সানিয়া। তিনি বলেন, "একটু অবাক হয়েছিলাম, তবে আমি সত্যিই রোমাঞ্চিত। দীর্ঘ ২০ বছর ধরে আমি পেশাদার অ্যাথলিট। কখনও কখনও ভাবলে মনে হয়, এটা অত্যন্ত দীর্ঘ সময়। তবে অবসরের পরে আমার প্রধান কাজ হবে নতুন প্রজন্মের মেয়েদের এটা বিশ্বাস জোগানো যে, খেলাকেও প্রথম পছন্দের কেয়িয়ার হিসেবে বেছে নেওয়া যায়। তাদের এটাই বিশ্বাস করাতে চাই, যতই প্রতিবন্ধকতা আসুক না কেন, যদি নিজের প্রতি বিশ্বাস রাখো, তবে লক্ষ্যে পৌঁছতে পারো।"

সোমবারের নিলামে দারুণ দল তৈরি করেছে বেঙ্গালুরু। স্মৃতি মন্ধানাকে সবচেয়ে বেশি দামে কিনেছে তারা। এ ছাড়া এলিসে পেরি, মেগান শুট, সোফি ডিভাইন, রিচা ঘোষ, ডেন ফান নিয়েকার্কের মতো ক্রিকেটারকে নিয়েছে তারা। তবে কোচিং দলের সদস্যদের নাম এখনও জানায়নি। সবার প্রথমেই কার্যত চমক দিয়ে মেন্টর হিসেবে সানিয়ার নাম ঘোষণা করলো আরসিবি।

সানিয়া মির্জা
শামির বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ করেছিলেন স্ত্রী হাসিন, এবার মুখ খুললেন ইশান্ত শর্মা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in