উইমেন্স প্রিমিয়ার লীগে একেবারেই কোণঠাসা রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। টানা পাঁচ ম্যাচের পাঁচটিতেই হারলেন স্মৃতি মন্ধনারা। এখনও জয়ের মুখ না দেখা আরসিবি গতকাল হারলো দিল্লি ক্যাপিটালসের কাছে। ব্যাঙ্গালোরের দেওয়া ১৫১ রানের লক্ষ্য ২ বল হাতে রেখেই টপকে যায় মেগ ল্যানিংরা। ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় দিল্লি।
আরসিবি উইমেন্স প্রিমিয়াম লীগে নিজেদের প্রথম ম্যাচে এই দিল্লি ক্যাপিটালসের কাছেই ৬০ রানের বিশাল ব্যবধানে হেরেছিল। এরপর একে একে মুম্বই ইন্ডিয়ান্স, গুজরাট জায়ান্টস এবং ইউপি ওয়ারির্সের কাছে হারের পর ফের দিল্লির কাছেও হারতে হল।
ডিওয়াই পাটিল স্টেডিয়ামে গতকাল টসে জেতে দিল্লি। মেগ ল্যানিং প্রথমে ব্যাট করতে পাঠান ব্যাঙ্গালোরকে। শুরুটা মন্থর হলেও এলিস পেরি এবং রিচা ঘোষ দলকে টেনে নিয়ে গিয়েছিলেন। অজি অলরাউন্ডার এলিস পেরি ৫২ বলে ৬৭ রানের মূল্যবান ইনিংস খেলেন। বঙ্গতনয়া রিচা ঘোষ ১৬ বলে ৩৭ রানের এক ঝড়ো ইনিংস উপহার দেন। সবমিলিয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করে স্মৃতি মন্ধনার দল।
তবে দিল্লিকে আটকানোর জন্য এই রান যথেষ্ট ছিল না। শুরুটা ভালো না হলেও মিডিল অর্ডার ব্যাটারদের দলগত প্রচেষ্টাতে সহজ জয় এলো ক্যাপিটালসদের। অধিনায়ক ল্যানিং এদিন মাত্র ১৫ রান করেন এবং শেফালি ভার্মা রানের খাতা খুলতে পারেননি। কিন্তু এরপর অ্যালিস ক্যাপসি (৩৮), জেমিমা রদ্রিগেজ (৩২), মারিজান কাপ (৩২) এবং জেসি জোনাসেনের (২৯) দলগত পারফর্ম্যান্সে দু'বল হাতে রেখেই জয় নিশ্চিত করে দিল্লি।
উইমেন্স প্রিমিয়ার লীগের পয়েন্ট তালিকায় এখন শীর্ষে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ৪ ম্যাচের ৪ টিতেই জিতেছে তারা। ৫ ম্যাচে ৪ টিতে জিতে দ্বিতীয় স্থানে দিল্লি ক্যাপিটালস। ৪ ম্যাচে ২ টি জয় নিয়ে তৃতীয় স্থানে ইউপি ওয়ারির্স। ৪ ম্যাচের ১ টিতে জিতে চতুর্থ স্থানে গুজরাট জায়ান্টস এবং এখনও জয়ের মুখ না দেখা আরসিবি রয়েছে পঞ্চম স্থানে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন