দিল্লির ছত্রসাল স্টেডিয়ামে প্রাক্তন জুনিয়র ন্যাশনাল রেস্টলিং চ্যাম্পিয়ন সাগর রানা খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত সুশীল কুমার। জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে ভারতকে অলিম্পিকে পদক এনে দেওয়া কুস্তিগীরের বিরুদ্ধে। এরপরেও গা ঢাকা দিয়ে রয়েছেন সুশীল। অবশেষে দিল্লি পুলিশের তরফ থেকে ঘোষণা করা হয় সুশীলের সন্ধান দিতে পারলেই মিলবে আর্থিক পুরস্কার।
একই সঙ্গে এই ঘটনায় পলাতক অজয়ের সন্ধান দিতে পারলে মিলবে ৫০ হাজার টাকার আর্থিক পুরস্কার। ঘটনাটি ঘটে দুই সপ্তাহ আগে। গত ৪ ই মে দিল্লির ছত্রসাল স্টেডিয়ামে প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন সাগর রানা এবং তার দুই বন্ধুর উপর অত্যাচার চালানো হয়। অভিযোগ ওঠে সুশীল কুমার এবং তার আখড়ার অন্যান্য কিছু কুস্তিগীররা মিলে প্রচন্ড মারধর করেন। এই ঘটনায় তিনজনকে হাসপাতালে ভর্তি করা হলেও সাগর মারা যান এবং বাকি দুজনের চিকিৎসা চলতে থাকে।
তবে, কুস্তিগীর সুশীল ৫ ই মে এই অভিযোগ অস্বীকার করে বলেছিলেন যে ছত্রসাল স্টেডিয়ামের মধ্যে যে লড়াই হয়েছিল তাতে তিনি বা তার কুস্তিগীররা জড়িত ছিল না। তবে সুশীলের বিরুদ্ধে হত্যা, অপহরণ ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে এফআইআর দায়ের করা হয়। আর এর পর থেকেই গা ঢাকা দেন সুশীল। কিন্তু শত চেষ্টা চালিয়েও সন্ধান পাওয়া যায়নি তার। সুশীলের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করাও হয়েছে।
ভারতীয় কুস্তির অন্যতম সফল তারকা এই সুশীল কুমার। ২০০৮ সালে বেজিং অলিম্পিকে ব্রোঞ্জ এবং ২০১২ সালে লন্ডন অলিম্পিক থেকে ফ্রিস্টাইল বিভাগে ভারতকে রুপো এনে দেন তিনি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন