RG Kar Hospital Case: 'মেয়ের বাবা হিসেবে আমি যন্ত্রণাবিদ্ধ, ক্ষুব্ধ' - আরজি কর কাণ্ডে সরব ঋদ্ধিমান

People's Reporter: ঋদ্ধিমান লেখেন, ভয় ছেড়ে যাতে মেয়েরা স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারে সেদিকে নজর দিতে হবে। এই রাক্ষসদের শায়েস্তা করার জন্য আইনে পরিবর্তন করা হোক।
ঋদ্ধিমান সাহা
ঋদ্ধিমান সাহাছবি - ঋদ্ধিমান সাহার ফেসবুক পেজ
Published on

আরজি কর কাণ্ড নিয়ে সরব প্রত্যেকে। সমাজের নানা অংশ থেকে প্রতিবাদ শুরু হয়েছে। এবার আরজি কর নিয়ে প্রতিবাদী বাংলার উইকেটকিপার ঋদ্ধিমান সাহা।

সোশ্যাল মিডিয়ায় ঋদ্ধি লেখেন, 'শহর কলকাতায় এমন ঘৃণ্য ঘটনায় আমার হৃদয় ভেঙেচুরে গিয়েছে। এক মেয়ের বাবা হিসেবে আমি যন্ত্রণাবিদ্ধ, সেই সঙ্গে ক্ষুব্ধও। আমাদের বাচ্চাদেরই সুরক্ষা দিতে পারি না, তাহলে আমরা নিজেদের কীভাবে মানুষ বলব। সমাজের এখন জেগে ওঠা উচিত। গোটা বিশ্বে আরও ভালো জায়গা দরকার মহিলাদের। মেয়েদের নিরাপত্তার অধিকার রয়েছে।'

তিনি আরও লেখেন, 'ভয় ছেড়ে যাতে মেয়েরা স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারে সেদিকে নজর দিতে হবে। এই রাক্ষসদের শায়েস্তা করার জন্য আইনে পরিবর্তন করা হোক। আমি একজন ক্রিকেটার হিসেবে বা পাবলিক ফিগার হিসেবে লিখছি না, একজন বাবা, মানুষ হিসেবে লিখছি।'

শুধু ঋদ্ধিমান সাহাই নন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক শ্রেয়স আইয়ার এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'গত কয়েক বছরে কিছুই বদলায়নি। যা যা ঘটেছে তা শোনার পর থেকে আমি আক্ষরিক অর্থে বিধ্বস্ত। যারা এটা করেছে এবং এই ঘটনার সঙ্গে জড়িয়ে আছে, তাঁদের কড়া শাস্তি হওয়া দরকার। আমরা বিচার চাই।জাস্টিস ফর উইমেন।'

আর জি কাণ্ড নিয়ে সরব হয়েছেন কুস্তীগির সাক্ষী মালিক, ক্রিকেটার মিতালী রাজ সহ অনেকেই। বিনোদন জগতেরও একাধিক তারকা ন্যায় এবং মহিলাদের নিরাপত্তার দাবিতে আওয়াজ তুলেছেন।

ঋদ্ধিমান সাহা
'গ্যালারিজুড়ে একটাই স্বর/জাস্টিস ফর আরজি কর' - সমর্থকদের প্রতিবাদী রূপ দেখেই বাতিল ডুরান্ড ডার্বি!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in