ভারতীয় দল থেকে কি ঋদ্ধিমান সাহার নাম বরাবরের মতো মুছে গেল! কী বলছেন বাংলার ক্রিকেটার

ঋদ্ধি জানালেন, রাহানে ভালো খেলেছে সুযোগ পেয়েছে। আমি পাইনি, তা নিয়ে কোনো কথা বলব না। আমি এখন গুজরাট টাইটান্সে খেলছি, সেটাতেই ফোকাস করছি।
ঋদ্ধিমান সাহা
ঋদ্ধিমান সাহাছবি - ঋদ্ধিমান সাহার ফেসবুক পেজ
Published on

ভারতীয় দল থেকে কি ঋদ্ধিমান সাহার নাম বরাবরের মতোই মুছে গেল? বয়সের অজুহাতে ভারতীয় দলে ঋদ্ধিকে নেবেন না স্পষ্ট জানিয়ে দিয়েছেন কোচ রাহুল দ্রাবিড়। আইপিএলে ভালো খেলেও অজিঙ্কা রাহানে ভারতীয় দলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দলে এলেন। কিন্তু ঋদ্ধি পেলেন না জায়গা।

গুজরাট টাইটান্সের জার্সিতে ঘরের মাঠ ইডেনে শনিবার ঋদ্ধি নামবেন কেকেআর-র বিরুদ্ধে। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে ঋদ্ধি জানালেন, রাহানে ভালো খেলেছে, সুযোগ পেয়েছে। আমি পাইনি, তা নিয়ে কোনো কথা বলব না। আমি এখন গুজরাট টাইটান্সে খেলছি, সেটাতেই ফোকাস করছি।

এবারের আইপিএলের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ এখনও অবধি গুজরাট টাইনান্স বনাম কলকাতা নাইট রাইডার্সের একটি ম্যাচ। আমেদাবাদের নরেন্দ্র স্টেডিয়ামে অ্যাওয়ে ম্য়াচে শেষ ওভারে টানা পাঁচ ছক্কা মেরে কেকেআরকে মহাকাব্যিক জয় এনে দিয়েছিলেন রিঙ্কু সিং।

সেই ম্য়াচ নিয়ে কি এখনও ভাবছে গুজরাট শিবির? ঋদ্ধি বলেন, ‘খেলার মধ্যে হার-জিত থাকেই। সেই দিনটা রিঙ্কুর ছিল। ও ভালো খেলেছে। যশ দয়াল ইয়র্কার ট্রাই করেছিল, কোনো ভাবে হয়নি। আমরা সেই ম্যাচ নিয়ে আর ভাবছি না। বরং, গত ২ ম্যাচে যেভাবে ভালো খেলেছি, সেই ছন্দটা ধরে রাখতে চাই।'

তিনি আরও বলেন, দলের স্বার্থটা আমার কাছে সবার আগে গুরুত্ব পায়। আমার কাজই হচ্ছে শুরুটা ভালো করা। আমি সেটাই করছি। পাওয়ার প্লেতে বড় রান করার চেষ্টা করছি। আর এটা তো প্রথমবার নয় যে কেকেআর-র বিরুদ্ধে খেলবো। অনেকবার ইডেনে অন্য দলের হয়ে খেলেছি। পেশাদার ক্রিকেটে এগুলো হবেই।

ঋদ্ধিমান সাহা
৭১ বছরের পুরনো রেকর্ড ভেঙে টেস্টে নতুন নজির গড়লেন প্রবাথ জয়সূর্যা
ঋদ্ধিমান সাহা
বিজেপি সাংসদ ব্রিজ ভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, ক্রিকেটাররা চুপ কেন! ক্ষুব্ধ কুস্তিগীররা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in