চীনা টেনিস তারকা পেং শুয়াই ইস্যুতে বড় পদক্ষেপ নিলো মহিলা টেনিস অ্যাসোসিয়েশন(WTA)। চীনে অনুষ্ঠিত হতে চলা মহিলাদের সবকটি টুর্নামেন্ট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে তারা। চীনের একজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনেন পেং শুয়াই। এরপর তিন সপ্তাহ ধরে জনসমক্ষে দেখা যায়নি তাঁকে। উদ্বেগ প্রকাশ করেছেন ডব্লিউটিএ কর্তৃপক্ষ। চীনে আয়োজিত হতে চলা মহিলাদের সমস্ত টেনিস টুর্নামেন্ট স্থগিত রাখা হচ্ছে।
ডব্লিউটিএ স্টিভ সাইমন পেং শুয়াই-এর তিন সপ্তাহ ধরে জনসাধারণের দৃষ্টির আড়ালে থাকার জন্য গুরুতর সন্দেহ প্রকাশ করেছেন। তিনি চিন্তিত পেং আদৌ মুক্ত এবং নিরাপদ আছেন কিনা সে বিষয়ে। যদিও সম্প্রতি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সভাপতি থমাস বাখের সাথে একটি ভিডিও কলে পেং নিরাপদে এবং ভালো আছেন বলে জানিয়েছেন, এমন খবর আসে। তবে স্টিভ সাইমন এটিকেই পেং-এর নিরাপত্তার যথেষ্ট প্রমাণ বলে মনে করেন না। একটি প্রতিবেদনে তিনি বলেন,"বিবেক দিয়ে বলছি, আমি দেখতে পাচ্ছি না কিভাবে আমি আমাদের ক্রীড়াবিদদের সেখানে প্রতিদ্বন্দ্বিতা করতে পাঠাতে পারি।"
ডব্লিউটিএ বারবার পেং-এর দাবির সম্পূর্ণ তদন্তের আহ্বান জানিয়েছে। তবে চীনা সরকারের বিরুদ্ধে বিষয়টি গুরুত্ব না দেওয়ার অভিযোগ উঠেছে। এমনকি চীনে ডব্লিউটিএ কর্তৃক সমস্ত ইভেন্ট স্থগিত রাখার খবরও সে দেশের ইন্টারনেট থেকে মুছে ফেলা হয়েছে। যদিও চীনা সোশ্যাল মিডিয়া সাইট Weibo-তে ডব্লিউটিএ এর অ্যাকাউন্ট এখনও পাওয়া যাচ্ছে। চীনের তরফ থেকে বলা হয়েছে তারা, 'ক্রীড়াক্ষেত্রে রাজনীতিকরণের বিরোধিতা করে।'
২০২২ সালে চীনে টুর্নামেন্ট আয়োজিত হলে খেলোয়াড় এবং কর্মীরা ঝুঁকির মুখে পড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন ডব্লিউটিএ প্রধান স্টিভ সাইমন। দীর্ঘ বিবৃতিতে এ বিষয়ে জানিয়েছেন তিনি। সেইসঙ্গে চীনে অনুষ্ঠিত হতে চলা মহিলাদের সবকটি টুর্নামেন্ট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে মহিলাদের টেনিস অ্যাসোসিয়েশন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন