বছর শেষে ধাক্কা ভারতীয় ক্রিকেটে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট হারের জেরে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে নেমে গেল টিম ইন্ডিয়া। ভারত রয়েছে ৪৪.৪৪ শতাংশ। টেস্ট চ্যাম্পিয়নশীপ পয়েন্ট তালিকায় শীর্ষ স্থানে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম টেস্টেই ভরাডুবি ভারতের। রোহিতদের ১ ইনিংস এবং ৩২ রানে হারিয়েছে প্রোটিয়ারা। ২০২৩-২০২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ মরশুমে এই প্রথম টেস্ট খেললো দক্ষিণ আফ্রিকা। টেস্টের প্রথম থেকেই দাপট দেখাতে থাকে রাবাডারা। সিরিজের প্রথম টেস্ট হেরে ভারত এখন পঞ্চম স্থানে রয়েছে।
পয়েন্ট তালিকার প্রথম স্থানে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান (৬১.১১%)। তৃতীয় স্থানে নিউজিল্যান্ড (৫০%), চতুর্থ স্থানে বাংলাদেশ (৫০%), ষষ্ঠ স্থানে আছে অস্ট্রেলিয়া (৪১.৬৭%), সপ্তম স্থানে ওয়েস্ট ইন্ডিজ (১৬.৬৭%)। অষ্টম স্থানে রয়েছে ইংল্যান্ড (১৫%) এবং নবম স্থানে রয়েছে শ্রীলঙ্কা। এখনও পর্যন্ত একটিও টেস্ট জেতেনি তারা।
দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ভারত করে ২৪৫ রান। জবাবে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ৪০৮ রানে শেষে করে তাদের প্রথম ইনিংস। দ্বিতীয় ইনিংসে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইন আপ। ১৩১ রান করে থামতে হয় বিরাট কোহলিদের।
দক্ষিণ আফ্রিকার মাঠে দ্বিতীয় টেস্ট রয়েছে ৩ জানুয়ারি থেকে। নিউল্যান্ড ক্রিকেট গ্রাউন্ড গ্রাউন্ডে সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যেই নামবে টিম ইন্ডিয়া। ২০২৩-২৫ এই মরশুমে শীর্ষে থাকা দুই দলের মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন