WTC Final 2023: হেজেলউডের বদলি হিসেবে কাউন্টিতে সাড়া জাগানো এই পেসারকে দলে নিলো অস্ট্রেলিয়া

বল হাতে দুর্দান্ত পারফর্ম্যান্সের সাথে সাথে ব্যাট হাতেও রান করে চলেছেন নেসার। সম্প্রতি ইংলিশ কাউন্টিতে গ্লামর্গানের হয়ে পাঁচ ম্যাচে ১৯ উইকেট নেন তিনি। এ ছাড়া সাসেক্সের বিপক্ষে একটি সেঞ্চুরিও করেন।
মাইকেল নেসার
মাইকেল নেসারফাইল চিত্র
Published on

হাতে রয়েছে আর ৪৮ ঘন্টারও কম সময়। ৭ ই জুন লন্ডনের কেনিংটন ওভালে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনাল। খেতাবি লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ভারত এবং অস্ট্রেলিয়া। এই বড় ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া। পুরোনো চোটের কারণে ছিটকে গিয়েছেন অজি পেসার জস হেজেলউড। তাঁর পরিবর্তে অস্ট্রেলিয়া দলে জায়গা পেলেন কাউন্টি ক্রিকেটে সাড়া জাগানো বছর ৩৩-এর এক পেসার।

হেজেলউড ছিটকে যাওয়ায় অজি দলে জায়গা পেলেন মাইকেল নেসার। দক্ষিণ আফ্রিকায় এক ডাক্তারের পরিবারে জন্মগ্রহণ করেন এই নেসার। পরবর্তীকালে তিনি চলে আসেন অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলিয়ার হয়েই ক্রিকেট খেলতে শুরু করেন। অস্ট্রেলিয়ার জার্সিতে এখনও পর্যন্ত মাত্র দুটি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। তবে সম্প্রতি কাউন্টি ক্রিকেটে তাঁর দুর্দান্ত পারফর্ম্যান্স নজর কেড়েছে অজি নির্বাচকদের। বল হাতে দুর্দান্ত পারফর্ম্যান্সের সাথে সাথে ব্যাট হাতেও রান করে চলেছেন নেসার। সম্প্রতি ইংলিশ কাউন্টিতে গ্লামর্গানের হয়ে পাঁচ ম্যাচে ১৯ উইকেট নেন তিনি। এ ছাড়া সাসেক্সের বিপক্ষে একটি সেঞ্চুরিও করেন।

২০২১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক ঘটেছিল নেসারের। ২০২২ সালে অ্যাডিলেডে নিজের দ্বিতীয় টেস্ট খেলেছিলেন তিনি। ব্যাট এবং বল দুটোতেই পারদর্শী নেসারকে তুরুপের তাস হিসেবে খেলাতে পারে অস্ট্রেলিয়া। তবে হেজেলউড ছিটকে গেলেও প্রথম একাদশে নেসার সুযোগ পাবেন কিনা, সে বিষয়ে জানা যায়নি।

প্রায় ৬ মাসের বিরতির পর টেস্ট খেলতে নামছেন নেসার। টেস্ট চ্যাম্পিয়নশীপ ফাইনালে অস্ট্রেলিয়ার স্কোয়াডে জায়গা পেতে তার লড়াই করতে হবে আরেক পেসার স্কট বোল্যান্ডের সঙ্গে।

মাইকেল নেসার
WTC Final: ম্যাচ ড্র হলে কিংবা বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে শিরোপা উঠবে কাদের হাতে?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in