WTC Final 2023 : ফের খালি হাতেই ফিরছে টিম ইন্ডিয়া, টেস্টের নতুন বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

২০১৩ সালে শেষবার আইসিসি ট্রফি জিতেছিল টিম ইন্ডিয়া। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে জিতেছিল চ্যাম্পিয়নস ট্রফি। তারপর থেকে আর কোনো বড় আইসিসি ট্রফি জেতেনি টিম ইন্ডিয়া।
ফাইনালে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দল
ফাইনালে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দলছবি আইসিসি ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

ফের খালি হাতে ফিরছে টিম ইন্ডিয়া। পরপর দু'বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে উঠেও জয় পেলো না ভারতীয় দল। গতবার কিউইদের কাছে হারতে হয়েছিল। এবার অজিদের কাছে আত্মসমর্পণ করলেন রোহিত শর্মারা।

২০১৩ সালে শেষবার আইসিসি ট্রফি জিতেছিল টিম ইন্ডিয়া। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে জিতেছিল চ্যাম্পিয়নস ট্রফি। তারপর থেকে আর কোনো বড় আইসিসি ট্রফি জেতেনি টিম ইন্ডিয়া। এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপকে পাখির চোখ করেছিলেন রাহুল দ্রাবিড়, রোহিত শর্মারা। কিন্তু ওভালে অনুষ্ঠিত টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালের প্রথম দিন থেকেই ব্যাকফুটে চলে যায় ভারত। ব্যাটে-বলে দাপট দেখিয়েই জয় তুলে নিয়েছে প্যাট কামিন্সের দল।

ওভালে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। শুরুতে ব্যাট করে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে সংগ্রহ করে ৪৬৯ রান। সেঞ্চুরি করেন ট্রাভিস হেড(১৬৩ রান) এবং স্টিভ স্মিথ (১২১ রান)। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২৯৬ রানে গুটিয়ে যায় ভারত।

দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ৮ উইকেটে ২৭০ রান তুলে তাদের দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে। প্রথম ইনিংসের ১৭৩ রানের লীড মিলিয়ে ভারতের সামনে জয়ের জন্য লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৪৪৪ রানের। চতুর্থ দিনের শেষে বিরাট কোহলি এবং আজিঙ্কে রাহানে ভারতকে ভালো জায়গায় নিয়ে যান। আশা জোগায় কামব্যাকের।

কিন্তু চতুর্থ দিনের শুরুতেই স্কট বোল্যান্ড ভারতের টেস্ট চ্যাম্পিয়নশীপ জয়ের স্বপ্ন ভঙ্গ করে দেন। পরপর বিরাট কোহলি (৪৯) এবং রবীন্দ্র জাদেজাকে (০) ফেরান তিনি। এরপর আজিঙ্কে রাহানেকে (৪৬) ফেরান স্টার্ক। আর টেল এন্ডারদের গুঁড়িয়ে দেন নাথান লিওন। ভারত অল আউট হয় ২৩৪ রানে। অস্ট্রেলিয়া টেস্ট চ্যাম্পিয়নশীপে জিতে নেয় ২০৯ রানে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in