ওভালে অনুষ্ঠিত হয়ে গেল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালের টস। টস জিতলো টিম ইন্ডিয়া। মেঘাচ্ছন্ন আবহাওয়ার দিকে তাকিয়ে প্রথমে বল করার সিদ্ধান্ত নিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। চারজন পেসার এবং একমাত্র স্পিনার রবীন্দ্র জাদেজাকে নিয়ে ফাইনালে নেমেছে টিম ইন্ডিয়া। প্রথম একাদশে জায়গা হয়নি রবিচন্দ্রন অশ্বিনের।
ভারতের প্রথম একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কে রাহানে, শ্রীকর ভরত (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ।
অস্ট্রেলিয়ার প্রথম একাদশ: ডেভিড ওয়ার্নার, উসমান খোয়াজা, মার্নাস লাবুশানে, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লিওন, স্কট বোল্যান্ড।
লীগ টেবিলের শীর্ষে থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে পৌঁছায় অস্ট্রেলিয়া। আর প্রতিপক্ষ ভারত ফাইনালে পৌঁছায় অস্ট্রেলিয়ার বিপক্ষেই সিরিজ জিতে। গতবার ফাইনালে পৌঁছেও খালি হাতে ফিরতে হয়েছিল ভারতকে। নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছিল বিরাটদের। এবার আরও একবার ফাইনালে টিম ইন্ডিয়া। রোহিতদের সামনে সুযোগ রয়েছে দীর্ঘ দশ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতকে আরও একবার আইসিসি ট্রফি এনে দেওয়ার। ২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত চ্যাম্পিয়নস ট্রফি জেতে। সেটাই ছিল ভারতের শেষ আইসিসি ট্রফি জয়।
ওভালে চতুর্থ ও পঞ্চম দিনে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সেক্ষেত্রে দুই দল অসুবিধার মধ্যে পড়বেনা বলেই মনে করা হচ্ছে। কারণ ফাইনালে রয়েছে রিজার্ভ ডে।
এই প্রতিবেদন লেখার সময় অস্ট্রেলিয়া ৯ ওভারে ১ উইকেট হারিয়ে ২২ রান সংগ্রহ করেছে। ভারতের হয়ে উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ। শূন্য রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেছেন উসমান খোয়াজা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন