আগামী মাসেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের (WTC) ফাইনাল। আর এই সময়ই বড় ধাক্কা খেলো টিম ইন্ডিয়া। সোমবার রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং লখনউ সুপার জায়ান্টসের ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোট পান লোকেশ রাহুল। যার ফলে টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে তিনি আদৌ খেলতে পারবেন কিনা তা নিয়ে কোনো নিশ্চয়তা নেই। ইতিমধ্যেই রাহুলের ব্যাকআপ প্রস্তুত করছে নির্বাচকরা। জানা গিয়েছে, রাহুলের জায়গায় ঈশান কিষাণ এবং মায়াঙ্ক আগরওয়ালের মধ্যে একজনকে ফেভারিট হিসেবে ধরা হচ্ছে।
ইতিমধ্যেই বাকি আইপিএল থেকে বাদ পড়েছেন লোকেশ রাহুল। ব্যাঙ্গালোরের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। ফ্যাফ ডুপ্লেসির মারা একটি ড্রাইভ আটকাতে যান তিনি। বলের পিছনে দৌড়চ্ছিলেন। সেই সময় পেশিতে টান লাগে তাঁর। এরপর স্ক্যান ছাড়াই দলের সাথে থাকেন রাহুল। এখনও ফোলাভাব থাকায় এমআরআই করা সম্ভব হয়নি। রাহুল বিসিসিআই এবং জাতীয় ক্রিকেট একাডেমির তত্বাবধানে একজন বিশেষজ্ঞের সাথে পরামর্শ করতে মুম্বাই যাবেন।
বিসিসিআইয়ের একজন সিনিয়র কর্মকর্তা ইনসাইডস্পোর্টকে বলেছেন, "রাহুলের এখনও ফোলাভাব আছে এবং এটা ভালো লাগছে না। স্ক্যান রিপোর্ট পেলেই আমরা জানতে পারব। ফোলা কমাতে তাকে প্রদাহরোধী ওষুধ দেওয়া হয়েছে। একবার ফোলা কমে গেলে, তার স্ক্যান করা হবে। আমরা এখনও তার টেস্ট চ্যাম্পিয়নশীপে খেলার ব্যাপারে আশাবাদী কারণ আমাদের যেতে এক মাস বাকি। কিন্তু যদি সে খেলতে না পারে, মায়াঙ্ক সেখানে আছে।"
পাশাপাশি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনাল থেকে ছিটকে যেতে পারেন জয়দেব উনাদকাটও। লখনউয়ের হয়ে নেট বোলিং করতে গিয়ে কাঁধে চোট পান তিনি। বর্তমানে উনাদকাট বিসিসিআই মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে রয়েছেন। আগামী সপ্তাহে এনসিএ-তে রিপোর্ট করবেন বাঁহাতি সিমার। জয়দেবের ব্যাকআপ হিসেবে উমরান মালিক লন্ডন উড়ে যেতে পারেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন