৭ মার্চ থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ডের পঞ্চম তথা সিরিজের শেষ টেস্ট ম্যাচ। সেই ম্যাচেই একাধিক রেকর্ডের সামনে দাঁড়িয়ে ভারতের তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়াল।
চলতি টেস্ট সিরিজে দুরন্ত ছন্দে রয়েছেন যশস্বী জয়সওয়াল। তাঁর ব্যাট দিয়ে ওভার বাউন্ডারিও এসেছে দেখার মতো। ২০২৪-এ টেস্টে আপাতত ২৩টি ছয় মেরেছেন তিনি। ভেঙেছেন ২০০৫ সালে অ্যাডাম গিলক্রিস্টের ২২ টি ছয়, ২০০৮ সালে বীরেন্দ্র শেহওয়াগের ২২টি ছয়ের রেকর্ড। তাঁর সামনে রয়েছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস (২৬টি ছক্কা, ২০২২ সাল) এবং ব্রেন্ডন ম্যাক্যুলাম (২০১৪ সাল, ৩৩টি)।
এছাড়া সিরিজে ৭০০ রান স্পর্শ করার সুযোগ রয়েছে যশস্বীর কাছে। এর আগে ভারত এবং ইংল্যান্ড সিরিজে ৭০০ রানের গণ্ডি টপকেছেন মাত্র দু'জন ক্রিকেটার। তাঁরা হলেন জো রুট এবং গ্রাহাম গুচ। জো রুট ২০২১-২২ সালে টেস্ট সিরিজে করেছিলেন ৭৩৭ রান। ১৯৯০ সালের সিরিজে ৭৫২ রান করেছিলেন গ্রাহাম। যশস্বী জয়সওয়াল বর্তমানে ৬৫৫ রান করেছেন। ৭০০ রানের গণ্ডি স্পর্শ করতে প্রয়োজন ৪৫ রান।
৩-১ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জিতে নিয়েছে ভারত। ভারতের পঞ্চম এবং সিরিজের শেষ টেস্ট ম্যাচ রয়েছে ধর্মশালাতে। আগামী ৭ মার্চ থেকে ১১ মার্চ সেই ম্যাচ হবে। সিরিজ জিতলেও শেষ ম্যাচ কোনোভাবেই হালকা ভাবে নিচ্ছেন না অধিনায়ক রোহিত শর্মা। ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের পয়েন্ট তালিকায় আরও পয়েন্ট সংগ্রহের জন্য ধর্মশালা টেস্টও জিততে হবে ভারতকে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন