FIFA Women's World Cup 23: জাম্বিয়ার কোচের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ! তদন্ত শুরু ফিফার

জাম্বিয়ার ফুটবলাররা জানান, প্রশিক্ষণের সময় কোচ ব্রুস মাওয়েপ মহিলা ফুটবলারদের বুকে হাত দেন। একাধিক ফুটবলারের সাথে এই কাজ করেছেন তিনি।
জাম্বিয়ার কোচের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ
জাম্বিয়ার কোচের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগগ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

মহিলা ফিফা বিশ্বকাপ চলাকালীনই জাম্বিয়ার কোচের বিরুদ্ধে দলের ফুটবলারদের যৌন হেনস্থার অভিযোগ উঠলো। যা নিয়ে তদন্ত শুরু করেছে ফিফা।

যৌন হেনস্থার অভিযোগ করছেন জাম্বিয়ার ফুটবলাররা। তাঁরা জানান, প্রশিক্ষণের সময় কোচ ব্রুস মাওয়েপ মহিলা ফুটবলারদের বুকে হাত দেন। একাধিক ফুটবলারের সাথে এই কাজ করেছেন তিনি।

বিষয়টি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে ফিফা। ফিফার এক আধিকারিক জানিয়েছেন, বিষয়টি নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। যৌন হেনস্থার অভিযোগ সামনে এসেছে তা খতিয়ে দেখা হবে। এই ধরণের ঘটনায় ফিফা কঠোর পদক্ষেপ গ্রহণ করে। তদন্ত শুরু হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ওই কোচ শাস্তির মুখে পড়বেন।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন জাম্বিয়ার কোচ। তাঁর দাবি, তিনি এমন কোনও কাজই করেননি। সমস্ত অভিযোগ মিথ্যা। দলের একজন মহিলা ফুটবলারের সাথেও খারাপ ব্যবহার করেননি। তাঁকে ফাঁসানো হচ্ছে বলেই সুর চড়িয়েছেন তিনি। ঘটনার নিরপেক্ষ তদন্তেরও দাবি জানিয়েছেন জাম্বিয়ার কোচ।

তবে জাম্বিয়ার ফুটবল সংস্থার পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তাদের দাবি, কোনো ফুটবলারের কাছ থেকে যৌন হেনস্থার অভিযোগ মেলেনি। অভিযোগ যথাযথ তদন্ত করা হবে।

উল্লেখ্য, চলতি ফিফা মহিলা বিশ্বকাপে জাম্বিয়া ছিল গ্রুপ 'সি'-তে। ওই একই গ্রুপে ছিল জাপান, স্পেন এবং কোস্টারিকা। জাপান ও স্পেনের কাছে হারলেও কোস্টারিকার বিরুদ্ধে জিতে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে জাম্বিয়া। ভারতীয় সময় আগামীকাল থেকে শুরু হবে 'রাউন্ড অফ ১৬'-র ম্যাচ।

জাম্বিয়ার কোচের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ
অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেলেন সিন্ধু-শ্রীকান্ত, শেষ চারে প্রণয়-প্রিয়াংশু
জাম্বিয়ার কোচের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ
Mohun Bagan: রোনাল্ডোকে চ্যালেঞ্জ দেওয়া ফুটবলারকে নিল মোহনবাগান!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in