Zlatan Ibrahimovic: ফুটবলকে বিদায় জানালেন 'সুপারম্যান' ইব্রা

ইব্রা বলেন, "অবসরের মতো বড় ঘোষণা দিতে যাওয়ার বিষয়টি কেউ জানতো না। এমনকি আমার পরিবারও জানতো না। কারণ আমি চেয়েছিলাম যখন ঘোষণা করব, তখন সবাই একসঙ্গে শুনবে।"
জলাটান ইব্রাহিমোভিচ
জলাটান ইব্রাহিমোভিচফাইল চিত্র
Published on

ফুটবলকে বিদায় জানালেন জলাটান ইব্রাহিমোভিচ। ৪২-এর দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা ইব্রা গতকাল এসি মিলানের শেষ লীগ ম্যাচের পর সান সিরোর দর্শকদের সামনে ইব্রা বললেন, "ফুটবল ছেড়ে যাচ্ছি। আপনাদের নয়।" ইব্রা চোখের জলে দর্শকদের বিদায়ী বার্তা জানালেন। আবেগে ভাসলেন সান সিরোর দর্শকরা।

গত তিন দিন আগেও ইব্রা জানিয়েছিলেন, অবসর নেওয়ার কথা এখনও ভাবছেন না তিনি। কিন্তু সিরি-আর শেষ লীগ ম্যাচের দিন পেশাদারী ফুটবলকে বিদায় জানিয়েই দিলেন তিনি। এ প্রসঙ্গে ইব্রা বলেন, "অবসরের মতো বড় ঘোষণা দিতে যাওয়ার বিষয়টি কেউ জানতো না। এমনকি আমার পরিবারও জানতো না। কারণ আমি চেয়েছিলাম যখন ঘোষণা করব, তখন সবাই একসঙ্গে শুনবে।" ইব্রাকে বিদায় জানাতে পুরো স্টেডিয়াম জুড়ে মিলানের সমর্থকরা বিশাল আকারের ব্যানার নিয়ে হাজির হন। ম্যাচ শেষে মিলানের খেলোয়াড় ও স্টাফরা তাঁকে মাঠে গার্ড অব অনার দেন।

ফুটবল জগতের অন্যতম বর্ণময় চরিত্র এই ইব্রাহিমোভিচ। সুইডিশ মহাতারকাকে প্রশ্ন করা হলে, মেসি না রোনাল্ডো? সেরা কে? ইব্রা অকপটে জবাব দিয়েছেন না মেসি না রোনাল্ডো, তিনিই সেরা। এক কথায় ফুটবল ইতিহাসের মেজাজি মহাতারকা তিনি। বিদায়ী সম্মেলনে আবার বললেন, "সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরে বৃষ্টি। আমি আজ বিদায় নেবো বলে ঈশ্বরেরও মন খারাপ।"

১৯৯৯ সালে সুইডিশ ক্লাব মালমো এফসির হয়ে ফুটবল জগতে পা রাখেন। এরপর একাধিক দেশের একাধিক লীগে দেখা গিয়েছে তাঁকে। পেশাদারী ফুটবলকে বিদায় জানালেন এসি মিলানের জার্সিতে। সবমিলিয়ে ৯৮৮ ম্যাচে ৫৭৩ টি গোল করেছেন ইব্রা। খেতাব জিতেছেন ৩২ টি। ক্লাব ক্যারিয়ারে সবচেয়ে বেশি গোল করেছেন পিএসজির হয়ে। ১৮০ ম্যাচে প্যারিসিয়েনদের হয়ে করেছেন ১৫৬ গোল। যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারে গ্যালাক্সির হয়ে করেছেন ৫৫ ম্যাচে ৫৩ গোল।

১২১ ম্যাচে ৬২ গোল করে সুইডেনের সর্বকালের সর্বোচ্চ স্কোরার ইব্রাহিমোভিচ। ২০১০ সালে ইব্রা প্রথমবার এসি মিলানের হয়ে খেলতে আসেন। সেবার অবশ্য বার্সেলোনা থেকে লোনে এসেছিলেন। পরের বছর আসেন চুক্তিবদ্ধ হয়ে। দ্বিতীয় দফায় ইব্রা এসি মিলানে যোগ দেন ২০২০ সালে। দুই দফা মিলিয়ে ১৬৩ ম্যাচ খেলে ইতালির ক্লাবটির হয়ে করেছেন ৯৩ গোল।

জলাটান ইব্রাহিমোভিচ
Europa League: মরিনহোর রোমাকে হারিয়ে নিজেদের সপ্তম ইউরোপা লীগ জয় সেভিয়ার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in