WB Election 21: গোসাবায় বোমা বিস্ফোরণে আহত ৬ বিজেপি কর্মী, শুরু রাজনৈতিক চাপানউতোর

অপরদিকে তৃণমূলের পাল্টা দাবি সদ‍্য বিজেপিতে যোগ দেওয়া স্থানীয় নেতা বরুণ প্রামাণিকের মদতে বিজেপি কর্মী বলরাম মন্ডলের বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল। বোমা বাঁধতে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে।
WB Election 21: গোসাবায় বোমা বিস্ফোরণে আহত ৬ বিজেপি কর্মী, শুরু রাজনৈতিক চাপানউতোর
প্রতীকী ছবি
Published on

দক্ষিণ ২৪ পরগণার গোসাবায় বোমা বিস্ফোরণের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। গতকাল গভীর রাতে গোসাবার বাদামতলা এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনায় গুরুতর জখম হয় ৬ জন। বিজেপির দাবি, আহত সকলেই তাদের সদস্য এবং রাজ‍্যের শাসকদল এই হামলা চালিয়েছে। অপরদিকে তৃণমূলের দাবি, বোমা বাঁধতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল গভীর রাতে বিয়েবাড়ি থেকে ফিরছিলেন শোভন দেবনাথ, সুজন কুরালি, মহাদেব নায়েক, বিক্রম শীল, অর্পণ দেবনাথ, মহাদেব নায়েক এবং অনাথ মন্ডল নামের স্থানীয় ৬ বিজেপি কর্মী। আচমকা তাঁদের লক্ষ্য করে বোমা ছোঁড়ে কিছু দুষ্কৃতি। ঘটনায় ৬ জনই গুরুতর জখম হয়। এঁদের ‌মধ‍্যে ২ জনের অবস্থা অত‍্যন্ত আশঙ্কাজনক। আহতরা প্রত‍্যেকেই ক‍্যানিং‌ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই মুহূর্তে।‌

আহতদের পরিবার এবং বিজেপি উভয়ের দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরাই এই ঘটনা ঘটিয়েছে। অপরদিকে তৃণমূলের পাল্টা দাবি সদ‍্য বিজেপিতে যোগ দেওয়া স্থানীয় নেতা বরুণ প্রামাণিকের মদতে বিজেপি কর্মী বলরাম মন্ডলের বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল। বোমা বাঁধতে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। এলাকায় নজরদারি চালাচ্ছে পুলিশ।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in