WB Election 21: মগরাহাট পশ্চিম কেন্দ্রের ISF প্রার্থীকে প্রাণনাশের হুমকি- অভিযুক্ত তৃণমূল

ঘটনাটি ঘটেছে মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের নেতড়ার বাঁকির মোড় এলাকায়। এই কেন্দ্রের আইএসএফের প্রার্থী হয়েছেন শিক্ষক নেতা মইদুল ইসলাম।
মইদুল ইসলাম
মইদুল ইসলামছবি- অফিসয়াল পেজ
Published on

২৩ মার্চ, কলকাতা- এতদিন তৃণমূল-বিজেপি সংঘর্ষ চলছিল। এবার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) প্রার্থীকে সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় অভিযোগের তির উঠেছে স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের নেতড়ার বাঁকির মোড় এলাকায়। এই কেন্দ্রের আইএসএফের প্রার্থী হয়েছেন শিক্ষক নেতা মইদুল ইসলাম। ঘটনার পর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন তিনি। অভিযোগ, গত শুক্রবার নেতড়া এলাকার বেশ কয়েকজন আইএসএফ কর্মীকে হুমকি দেওয়া হয়। তাঁদের দোকান বন্ধ করে দেওয়া হয়।

মইদুল ইসলাম
WB Election 21: প্রণাম করতে বাম নেতার বাড়িতে- “তোমার দল দেশের শত্রু” শুনলেন বিজেপি প্রার্থী

ঘটনার প্রতিবাদ জানিয়ে ডায়মন্ড হারবার থানার দ্বারস্থ হন মইদুল ইসলাম। পুলিশ ঘটনাস্থলে আসে। কিন্তু তাদের সামনেই প্রাণনাশের হুমকি দেয় ওদুদ গাজি ও হায়দার গাজি নামে দুই তৃণমূল নেতা। মইদুল বলেন, দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে বুঝতে পেরে এরা সন্ত্রাস চালাচ্ছে। তবে মানুষ বিষয়টি জানে। ঠিক সময় এর উত্তর দেবে।

যদিও অভিযোগ অস্বীকার করেন মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গিয়াসউদ্দিন মোল্লা। তাঁর কথায়, শান্তিপ্রিয় এই এলাকায় অশান্তির বাতাবরণ তৈরি করতে চাইছে আইএসএফ। কেউ হুমকি দেয়নি। তাঁর দাবি, সবটাই অপপ্রচার।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in