ভিড় উপচে পড়লো মালদায় মিঠুনের সভায়। সভায় কোনোরকম করোনা বিধি মানা হয়নি বলেও অভিযোগ উঠেছে। কমিশনের স্পষ্ট নির্দেশিকা সত্ত্বেও এভাবে সভা অনুষ্ঠিত করায় উদ্যোক্তাদের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছেন জেলাশাসক।
আজ মালদার বৈষ্ণবচকে নির্ভাচনী প্রচারে গিয়েছিলেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। সংবাদমাধ্যমে দেখানো ছবিতে দেখা যাচ্ছে সভায় ব্যাপক মানুষের জমায়েত হয়। শারীরিক দূরত্ব বজায় রাখা তো দূরের কথা অনেকের মুখে মাস্কই নেই। অনেকের আবার মাস্ক থাকলেও নাকের নিচে বা থুতনির নিচে ঝুলছে তা। এই দৃশ্য প্রকাশ্যে আসার পরই উদ্যোক্তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছেন জেলাশাসক। নির্বাচনী বিধি এবং কোভিড বিধি ভঙ্গের অভিযোগে মিঠুন চক্রবর্তী ও বিজেপির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে তৃণমূল।
প্রসঙ্গত, কোভিডের বাড়বাড়ন্তে রাজনৈতিক দলগুলো চুটিয়ে প্রচার করায় বৃহস্পতিবারই নির্বাচন কমিশনের তীব্র সমালোচনা করেছিলেন কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি টি বি এন রাধাকৃষ্ণন এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছিল কমিশনের কাজে অসন্তুষ্ট তাঁরা।
হাইকোর্টের ভর্ৎসনার জেরে ওইদিন সন্ধ্যায় নির্দেশিকা জারি করে বাইক র্যালি-সাইকেল র্যালি-পদযাত্রা-রোড শো বাতিল ঘোষণা করে কমিশন। নির্দেশিকাতে সোশ্যাল ডিস্ট্যান্সিং সহ সমস্ত কোভিড বিধি মেনে সর্বোচ্চ ৫০০ জন নিয়ে জনসভা করার অনুমতি দেওয়া হয়েছিল। যদিও তারপরেও কোভিড বিধি ভেঙে সভা করার অভিযোগ তুললো তৃণমূল। তৃণমূলের অভিযোগ গতকাল দিলীপ ঘোষও উত্তরবঙ্গে বিধি ভেঙে জনসভা করেছেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন