রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রচারে এসে বিজেপি নেতারা বারবার দাবি করেছেন, তাঁরা এবার তিন সংখ্যার আসনে পৌঁছবেন। কিন্তু ভোটকুশলী প্রশান্ত কিশোরের দাবি, যদি বিজেপি ১০০ আসন পায়, তাহলে তিনি রাজনৈতিক পরামর্শদাতার পেশাদারী জীবন ছেড়ে দেবেন। একটি বৈদ্যুতিন মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানালেন তিনি।
প্রশান্ত কিশোরের বক্তব্য, উত্তরপ্রদেশে তার পরামর্শ কাজে লাগেনি। কিন্তু তিনি সেখানে যা করতে চেয়েছিলেন তা তিনি করতে পারেন নি। পশ্চিমবঙ্গে যদি তাঁর পরামর্শ মতো কাজ না হয়, তাহলে তিনি আর কোনওদিন রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে কাজ করবেন না। তিনি বলেন, 'আইপ্যাক থাকবে কি না জানি না। কারণ আইপ্যাকের মালিক আমি নই।'
পিকের দাবি, বিজেপির পরিবর্তন যাত্রায় ২০০-৫০০'র বেশি লোক হয় না। রাজনাথের মতো নেতার সভায় লোক হয় না। শুধু মোদি-অমিত শাহর সভায় যা লোকজন হয়। তাঁর কথায়, 'আমি শুধু ভোটের মার্জিন বাড়াতে পারি, আর কিছু নয়।'
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন