WB Election 21: 'মন্তব্যের অপব্যাখ্যা' - শোকজের জবাব দিয়ে মনোনয়ন জমা সুশান্ত ঘোষের

মনোনয়নপত্র জমা দিচ্ছেন সুশান্ত ঘোষ
মনোনয়নপত্র জমা দিচ্ছেন সুশান্ত ঘোষছবি সংগৃহীত
Published on

শালবনীতে এবার সংযুক্ত মোর্চার প্রার্থী সুশান্ত ঘোষ। আজই মিছিল করে মনোনয়ন পত্র জমা দিয়েছেন তিনি। মনোনয়নপত্র জমা দেওয়ার পরে আলাদা করে উৎসাহ উদ্দীপনা তৈরী হয়েছে এলাকা জুড়ে। সুশান্ত ঘোষ যে বেশ কঠিন প্রতিপক্ষ তৃণমূল-বিজেপি শিবিরও তা স্বীকার করছে। শুধু তাই নয় দীর্ঘদিন এলাকা ছাড়ার পর জঙ্গলমহলে ঢুকতেই দখল হয়ে যাওয়া পার্টি অফিসগুলো কার্যত তাঁর নেতৃত্বেই উদ্ধার হয়।

প্রসঙ্গত উল্লেখ্য, এবারে আর গড়বেতা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন না সুশান্ত ঘোষ। তার বদলে শালবনী থেকে সংযুক্ত মোর্চার সমর্থিত বামফ্রন্ট প্রার্থী হিসেবে ভোটে লড়ছেন। প্রায় ৩২ বছর গড়বেতার বিধায়ক থাকার পর এই প্রথম কেন্দ্র বদল করলেন। ২০১১ সালে প্রবল পরিবর্তনের হাওয়াতেও গড়বেতা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তিনি। তারপরেই বেনাচাপড়া কঙ্কালকান্ডে তাঁর নাম জড়ায়। যার জেরে প্রায় দশ বছর এলাকায় ঢুকতে পারেননি আইনি জটিলতায়। সুশান্ত ঘোষের অভিযোগ – তাঁকে ফাঁসানো হয়েছিল।

এলাকায় ঢুকেই ফের পুরানো মেজাজে দেখা যায় তাঁকে। জনসংযোগ করেছেন একের পর এক পুরোনো দুর্গে। সম্প্রতি এক ভাইরাল ভিডিওতে তাঁকে বলতে শোনা গেছে- “মাওবাদীরা জানে সুশান্ত ঘোষ কে। তৃণমূল আর বিজেপি-র বাপ-ঠাকুর্দাও জানে। এত দিন যা করেছে করেছে। আমি ছিলাম না, তাই মানুষের পাশে দাঁড়াতে পারিনি। এখন কারও গায়ে যদি হাত পড়ে সোজা গাঁয়ে যাব, যার ক্ষমতা হবে গায়ে হাত দেওয়ার সোজা ঘর থেকে তুলে নিয়ে এসে হাত-পা ভেঙে আমিই চিকিত্‍সা করাব।”

এরপরেই শোকজ নোটিশ যায় তাঁর কাছে। স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই তিনি উত্তর দিয়েছেন - “আমার বক্তব্যের অপব্যাখ্যা করা হয়েছে।”

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in