WB Election 21: রাজ্যে নির্বাচনী প্রচারে রোড শো, পদযাত্রা, সাইকেল-বাইক-গাড়ি মিছিল বাতিল

কোভিড পরিস্থিতির কারণে ওই নির্দেশিকা অনুযায়ী এর আগে কোনো রোড শো, সাইকেল, বাইক, গাড়ির মিছিলের অনুমতি দেওয়া থাকলেও তা বাতিল করা হয়েছে।
ষষ্ঠ দফার নির্বাচনে বারাকপুরের একটি বুথ
ষষ্ঠ দফার নির্বাচনে বারাকপুরের একটি বুথছবি সিইও ডব্লু বি ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনী প্রচারে বাতিল হল রোড শো, পদযাত্রা। করা যাবে না সাইকেল মিছিল, বাইক মিছিল বা গাড়ি নিয়ে মিছিল। বৃহস্পতিবার এক নির্দেশিকায় একথা জানিয়েছে নির্বাচন কমিশন

কোভিড পরিস্থিতির কারণে ওই নির্দেশিকা অনুযায়ী এর আগে কোনো রোড শো, সাইকেল, বাইক, গাড়ির মিছিলের অনুমতি দেওয়া থাকলেও তা বাতিল করা হয়েছে। যেখানে যেখানে জনসভার অনুমতি দেওয়া হয়েছে সেখানে নির্ধারিত বিধি মেনে জনসভা করতে হবে।

নির্বাচন কমিশনের নির্দেশিকা
নির্বাচন কমিশনের নির্দেশিকাছবি নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে
নির্বাচন কমিশনের নির্দেশিকা
নির্বাচন কমিশনের নির্দেশিকাছবি নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে

কমিশনের নতুন নির্দেশ অনুসারে – ৫০০-র বেশি জনতাকে নিয়ে কোনো জনসভা করা যাবে না। যেখানে যেখানে এই সভা হবে সেখানে শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য যথেষ্ট জায়গা থাকতে হবে। সভাস্থলে কোভিড বিধি মেনে চলা বাধ্যতামূলক।

উল্লেখ্য আজই রাজ্যে ষষ্ঠ দফার ভোটগ্রহণ শেষ হয়েছে। রাজ্যে এখনও দু’দফার নির্বাচন বাকি। আগামী ২৬ ও ২৯ এপিল এই দুই পর্বে ভোট হবার কথা।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in